সখিপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৩:২৬
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে। র‍্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সকালে পারিবারিক কলহের জেরে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় দুই সন্তানের সামনেই স্ত্রী কাকলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে মেহেদী হাসান পালিয়ে যান। বিকালে কাকলির ভাই বাদল মিয়া বাদী হয়ে মেহেদীর বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন।

অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাস্তায় হাঁটু পর্যন্ত কাঁদা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ
বিএনপি নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত: সালাহউদ্দিন
তেজগাঁওয়ে দুর্ধর্ষ ছিনতাইকারী হুমায়ুন কবির গ্রেপ্তার, আছে ১০ মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা