রাস্তায় হাঁটু পর্যন্ত কাঁদা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৪:২২
অ- অ+

দুই কিলোমিটার কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে ধুলোবালু আর বর্ষায় কর্দমাক্ত। দীর্ঘদিন ধরে পাকা না হওয়ায় বেহাল রাস্তাটি। ক্ষোভে প্রতিবাদ জানিয়ে সোমবার (০৪ আগস্ট) সকালে এই রাস্তায় ধানের চারা লাগিয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রামের বাসিন্দারা।

সরজমিনে দেখা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রাম হয়ে , গুড়মা গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এ রাস্তায় হাঁটুসমান কাদা-পানি মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। এমনকি মরদেহ দাফনের জন্য গোরস্থানে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর।

এছাড়া শিলংদহ গ্রামের হাজার হাজার একর জমির ফসল এ রাস্তা দিয়েই আনা-নেওয়া করেন শত শত কৃষক। কৃষিপণ্য বাজারজাত করতেও একই সড়ক ব্যবহার করতে হয় তাদের।

স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল হান্নান জানান, ক্ষীরশীন গ্রাম থেকে শিলংদহ হয়ে পাশের গুড়মা গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ জন্য এলাকাবাসী সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাঁদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তা বেহাল হওয়ার কারণে কৃষকেরা পণ্য বাজারজাত করতে পারেন না। গ্রামের মধ্যে শিলংদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা হাটু পর্যন্ত কাঁদা মাড়িয়ে তাদেরকে স্কুলে যেতে হয়।

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার বিভাগ) মো. ফজলুল হক বলেন, ওই সড়কটি পাকাকরনের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন। দ্রুত পাকাকরণ করা হবে। তাহলে আর এই ভোগান্তি হবে না।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সবুজ ও টেকসই পর্যটনে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্প উপদেষ্টা
মেরুদণ্ড আছে বলেই কমিশন সোজা হয়ে দাঁড়িয়ে আছে: ইসি সচিব
আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপির ৩ নেতা আটক
মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়া ৯০ হাজার ব্যক্তির তথ্য সংগ্রহ করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা