মেরুদণ্ড আছে বলেই কমিশন সোজা হয়ে দাঁড়িয়ে আছে: ইসি সচিব

কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, চলতি মাসের ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে আর এ বছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে। ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে।
আখতার আহমেদ আরও বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুননির্ধারণের কাজ এ মাসেই শেষ হবে।
নির্বাচন কমিশন সচিব বলেন, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩০টি আর সময় চেয়েছে ১৫টি এবং ১টির সময় হয়নি। ৫টি কোনো সাড়া দেয়নি।
নিবন্ধন পাওয়ার জন্য ১৪৫টি আবেদন জমা পড়েছে-এ কথা জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। ৮০টি দল উত্তর দিয়েছে, কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।
চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকের অগ্রবর্তী সাত সদস্যর প্রতিনিধি দল আসবে বলেও জানান তিনি।
এর আগে রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে ইসিকে মেরুদণ্ডহীন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু গণতান্ত্রিক ভোট দেয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, এটা একটা মেরুদণ্ডহীন কমিশন।’
(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএম)

মন্তব্য করুন