সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৩
অ- অ+

সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী ও কর্মরতদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশকালে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।’

এছাড়া, নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা অফিসিয়াল আইডি কার্ড প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

এর আগে রবিবার সুপ্রিম কোর্টের ভেতর অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপির বরিশাল মহানগরীর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার ও রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহীকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। তাদের দু'জনের কাছেই নবায়ন করা অস্ত্রের লাইসেন্স ছিল। সকাল ১০টার দিকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু 
বানিয়াচংয়ে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা
ন্যায়বিচার হবে আমাদের এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ: জোনায়েদ সাকি
গণঅভ্যুত্থান কোন দলীয় নয়, একটি জাতীয় বিবেকের জাগরণ: জাতীয় পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা