পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৮:১৫
অ- অ+

আগামী ২৩ আগস্ট দুদিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে আলোচ্য বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যু আছে, স্বার্থ আর ব্যবসা বাণিজ্য আছে। সব বিষয় ইসহাক দারের সঙ্গে আলোচনা হবে। পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই। অন্য আরও ১০টা দেশের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রাখছি, তেমনি প্রতিটি ইস্যুতেই আলোচনা হবে। ৫০ বছরে যে আলোচনা হয়নি তা নিয়েও কথা হবে।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের অভিমান কেন আমাদের সঙ্গে। কার সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে তা ভারত নির্ধারণ করে দেবে না।

তিনি বলেন, ‘তিন জোটের বিষয়ে একটা ইনফরমাল বৈঠক হয়েছে, এতে আরও কয়েকটা দেশ আসুক আমরা চাই।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বিষয়ে আলোচনায় অগ্রগতি নেই। তবে প্রয়োজনে বৈদেশিক সহায়তা চাওয়া হবে।

মালয়েশিয়ায় শ্রম শক্তির বিষয়ে তিনি বলেন, ‘মালায়েশিয়া তাদের ইচ্ছা অনুযায়ী ভিসা দেবে।

তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে, তারা সকলেই জঙ্গি না। আমরা তাদের কাছে সব ধরনের তথ্য চেয়েছি। তদন্তের পর কেউ তেমন থাকলে, তাদের আইনের আওতায় আনা হবে।

তৌহিদ হোসেন বলেন, ‘জুলাই আন্দোলন চলমান প্রেরণা। তবে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অনুকরণমূলক বাংলাদেশ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল 
ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কালু শেখ গ্রেপ্তার
নিষিদ্ধ পলিথিন রোধে র‌্যাবের জনসচেতনতামূলক অভিযান
রায়ের বাজার কররস্থানে দাফন হওয়া ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা