লিফলেট বিতরণ, জানানো হলো আইন ও পরিবেশের ক্ষতি

নিষিদ্ধ পলিথিন রোধে র‌্যাবের জনসচেতনতামূলক অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৯:৪৯
অ- অ+

পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন ও ব্যবহার বন্ধে আবারও সক্রিয় হয়ে উঠেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার ঢাকার মিরপুর-১ কাঁচাবাজার ও গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট এলাকায় র‌্যাবের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নিয়ে র‌্যাব সদস্যরা সাধারণ মানুষ, দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক এবং পরিবেশবান্ধব পণ্যের বিকল্প ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শকও উপস্থিত ছিলেন, যিনি আইন লঙ্ঘনের শাস্তিসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

২০০২ সালে সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করলেও এখনও অনেক স্থানে তা অবাধে ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় র‌্যাব পরিবেশ রক্ষার জন্য আইনি পদক্ষেপের পাশাপাশি জনমনে সচেতনতা সৃষ্টি করাকেই অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

র‌্যাব জানায়, শুধু আইন প্রয়োগ নয়—মানুষকে সচেতন করে তোলাও জরুরি, যাতে তারা নিজেরাই পরিবেশবান্ধব জীবনের পথে এগিয়ে আসে।

এছাড়া দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করে যাবে বলে জানানো হয়েছে।

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যাবের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের জীবন উন্নয়ন করাই বিএনপির আগামী দিনের রাজনীতি: তারেক রহমান 
চাঁদপুরে দুই শহীদ স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন
কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা