কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ২১:০৬
অ- অ+

কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শহীদদের স্মরণে ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ সোমবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলাম এবং প্রধান কার্যালয়, প্রধান শাখাসহ ঢাকা অঞ্চলের আওতাধীন বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মার্কেটিং ইউনিটের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নাসিমুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী তার বক্তব্যে জুলাই গণঅভুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, রক্তদান শুধু মানবসেবাই নয় বরং মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ দান। এ সময় তিনি রেডক্রিসেন্টসহ রক্তদানে নৈতিক ও সামাজিক দায়িত্বে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকমুক্ত সমাজ গড়তে দরকার সবার ঐক্য ও আন্তরিকতা: আমিনুল হক 
সাতক্ষীরায় আত্মপ্রকাশ করল ‘৩৬ জুলাই ঐক্য সংসদ’
গণমাধ্যমের স্বাধীনতা এখনও নিশ্চিত হয়নি, সাংবাদিকদের ওপর হামলা-হয়রানি অব্যাহত রয়েছে: টিআইবি
জনগণের জীবন উন্নয়ন করাই বিএনপির আগামী দিনের রাজনীতি: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা