বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়াল ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৮:১৭| আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮:১৮
অ- অ+

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যত বন্ধ রেখেছে ভারত। যদিও সীমিত পরিসরে জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং তৃতীয় দেশে যাত্রার প্রয়োজনীয়তার ক্ষেত্রে কিছু ভিসা দেওয়া হচ্ছে, তবে সেটির সংখ্যা খুবই কম।

এর মধ্যেই ভারত সরকার ভিসা প্রক্রিয়াকরণ খরচ প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসা আবেদনের সার্ভিস চার্জ ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এই নতুন ফি কার্যকর হবে চলতি মাসের ১০ আগস্ট থেকে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভিসা ফি ‘গ্র্যাটিস’, অর্থাৎ সরকারিভাবে কোনো টাকা নেওয়া হয় না। তবে আইভিএসি একটি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব খরচে সেবা দিয়ে থাকে। সেবার ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ভারসাম্য রক্ষার জন্য সার্ভিস চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথমবার এই চার্জ বৃদ্ধি পেল।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারগুলোতে শুধুমাত্র জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের জন্য (যারা ভারত হয়ে অন্য দেশে যাবেন) সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে। তবে, এই ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কালু শেখ গ্রেপ্তার
নিষিদ্ধ পলিথিন রোধে র‌্যাবের জনসচেতনতামূলক অভিযান
রায়ের বাজার কররস্থানে দাফন হওয়া ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ
মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা