মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর মিরপুর কালশী কবরস্থান লেন-১ সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ও পল্লবী থানার পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসায়ী শাহিনুর বেগম, রবিউল শেখ ও মানিক নামের তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে চার কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ লেনদেনসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন