মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৯:৪০
অ- অ+

রাজধানীর মিরপুর কালশী কবরস্থান লেন-১ সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ও পল্লবী থানার পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক ব্যবসায়ী শাহিনুর বেগম, রবিউল শেখ ও মানিক নামের তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে চার কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ লেনদেনসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে দুই শহীদ স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন
কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু 
বানিয়াচংয়ে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা