ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি কালু শেখ গ্রেপ্তার

মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি কালু শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। রবিবার বিকালে ফরিদপুর শহরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যায় রাত ১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা পান্না শেখের ছেলে কালু শেখকে (৪০) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৩ সালের ১২ জানুয়ারি দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত কর্তৃক সাজা পরোয়ানা জারি ছিল। মামলাটি দায়ের হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ২২(গ) ধারায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত কালু শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

মন্তব্য করুন