রাজধানীতে সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৯:২৭
অ- অ+

রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় রাতের আঁধারে এক নারীর ওপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। নিহত নারীর নাম তাহমিনা রহমান রানু (৪০)।

তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন। রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তাহমিনার এলাকায় একটি দোকান রয়েছে, যা তিনি ভাড়া দিয়ে আয় করতেন। ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সরাসরি তার ভাই আমিনুল ইসলামের খোঁজ করে। আমিনুল বাসায় না থাকায়, ক্ষিপ্ত হয়ে তারা তাহমিনাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তাহমিনার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি রকিব হোসেন জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া হত্যার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে দুই শহীদ স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন
কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু 
বানিয়াচংয়ে হাতকড়াসহ পালালেন আ.লীগ নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা