সাতক্ষীরায় আত্মপ্রকাশ করল ‘৩৬ জুলাই ঐক্য সংসদ’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ২২:১৪
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে নেতৃত্ব দেওয়া বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের পর ছড়িয়ে–ছিটিয়ে পড়েছিলেন। তাদেরকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ঐক্যের ধারাবাহিকতা ধরে রাখতে সাতক্ষীরায় আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক ছাত্র সংগঠন ‘৩৬ জুলাই ঐক্য সংসদ’।

সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমএফএল গবেষক আব্দুর রহিম। সঞ্চালনা করেন সাবেক সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মো. নাজমুল হোসেন রনি। এতে সর্বসম্মতিক্রমে আব্দুর রহিমকে আহ্বায়ক এবং সাবেক সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিনকে সদস্য সচিব করে ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আব্দুর রহিম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের অবদান এবং জুলাইয়ের স্মৃতিকে ধরে রাখতে আমরা এ সংগঠন গড়েছি। এতে সাতক্ষীরার সব দল-মত নির্বিশেষে জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলার বাইরে যারা আন্দোলনে অবদান রেখেছেন, তারাও কমিটিতে আছেন।

তিনি আরও বলেন, আমরা বৈষম্যহীন ও সুন্দর সাতক্ষীরা গড়তে চাই। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট ও ঘুষের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে আমরা সতর্ক থাকব।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের জন্য সুখবর: বাড়ল ঝুঁকিভাতা, প্রকাশ হলো সরকারি গেজেট
বাসে করে ঢাকায় ইয়াবা আনছিল দুই কারবারি, যাত্রাবাড়ীতে গ্রেপ্তার
মাদকমুক্ত সমাজ গড়তে দরকার সবার ঐক্য ও আন্তরিকতা: আমিনুল হক 
গণমাধ্যমের স্বাধীনতা এখনও নিশ্চিত হয়নি, সাংবাদিকদের ওপর হামলা-হয়রানি অব্যাহত রয়েছে: টিআইবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা