বাসে করে ঢাকায় ইয়াবা আনছিল দুই কারবারি, যাত্রাবাড়ীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ২৩:২৪
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় ১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাবু মিয়া (৩৬) এবং মো. রাকিবুল হাসান (২৮)।

সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পূর্ব পাশে হামজা বডিবিল্ডার এর সামনে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছে। এরপরই নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে ‘এ’ দল, অধিনায়ক সোহান
‘র’ নেটওয়ার্ক ফাঁস: বিভ্রান্তিকর প্রতিবেদন নিয়ে বিমান বাহিনীর কড়া প্রতিবাদ
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি
ফার্মগেট-খামারবাড়িতে ককটেল বিস্ফোরণ, অপরাধীদের শনাক্তে মাঠে পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা