নির্ধারিত বয়সে অবসর, বিদেশি গোয়েন্দা সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন

‘র’ নেটওয়ার্ক ফাঁস: বিভ্রান্তিকর প্রতিবেদন নিয়ে বিমান বাহিনীর কড়া প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ০০:৪৯
অ- অ+

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানাই।

ওই জাতীয় দৈনিকের সংবাদের বিষয়বস্তু ছিল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক ফাঁস।

আইএসপিআর তাদের প্রতিবাদলিপিতে জানিয়েছে, ওই জাতীয় দৈনিকের পত্রিকা ছাপা সংস্করণ, ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা—এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাঈদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম এবং উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদ—কে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এ তথ্য সম্পূর্ণরূপে অমুলক বলে জানিয়েছে আইএসপিআর। তারা বলেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত চাকরির বয়সসীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন।

একই প্রতিবেদনে আরও বলা হয়, ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী ও তাহসিফ সুরি নামক দুই কর্মকর্তাকে একই অভিযোগে অবসরে পাঠানো হয়েছে। কিন্তু বাস্তবে এই দুই কর্মকর্তার অবসরও বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় গ্রহণ করা হয়েছে, যার সাথে কোনো গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ নেই।

আইএসপিআর বলছে, এমন অপপ্রচার শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত ও পারিবারিক সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে না, বরং এটি জনমনে বিভ্রান্তি ছড়ায়, জাতীয় স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বাধীন গণমাধ্যমের মর্যাদা রক্ষা করে। তবে জনমনে বিভ্রান্তি রোধে বিমান বাহিনী সংক্রান্ত যেকোনো তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে আইএসপিআর-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোবাইল গেমিংয়ের নতুন যুগের সূচনায় এয়ারটেল-পাবজি অংশীদারত্ব
অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে ‘এ’ দল, অধিনায়ক সোহান
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি
ফার্মগেট-খামারবাড়িতে ককটেল বিস্ফোরণ, অপরাধীদের শনাক্তে মাঠে পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা