ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

সবুজ ও টেকসই পর্যটনে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৬:১৬
অ- অ+

দেশে টেকসই ও সবুজ পর্যটন বিকাশে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন সুন্দরবন, ঐতিহাসিক নিদর্শন এবং পাহাড়ি অঞ্চল থাকা সত্ত্বেও জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান এখনও সন্তোষজনক নয়। এ খাতের টেকসই উন্নয়নে পরিবেশগত ভারসাম্য ও সাংস্কৃতিক সংরক্ষণসহ অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নজর দিচ্ছে সরকার।’

রবিবার (৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘Workshop on Sustainable Practices in Green Tourism’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর মহাপরিচালক মো. নুরুল আলম।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের পর্যটন খাত পিছিয়ে আছে। কিন্তু আমাদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য যথাযথভাবে ব্যবহৃত হলে এ খাত জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।’

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘সবুজ পর্যটন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল খাত। বিশ্বে ইকো ট্যুরিজমের আকার এখন ৬০০ মিলিয়ন ডলারের বেশি। এটি মূলত ছোট ছোট কমিউনিটিতে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশের সম্ভাবনা অনেক বড়।’

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ এবং এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও), জাপানের যৌথ আয়োজনে এই কর্মশালায় এপিও’র ২৪টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কর্মশালায় টেকসই পর্যটন, ইকো ট্র্যাভেল, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে ১৫টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন গবেষণা ও ধারণাপত্র উপস্থাপন করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হার্টের রিংয়ের দাম ৮৮ হাজার টাকা পর্যন্ত কমলো
ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে ফসলি জমি
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করল প্রশাসন
কেন চট্টগ্রাম গিয়েছিলেন সাবেক সেনাপ্রধান হারুন? যা জানা গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা