আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপির ৩ নেতা আটক

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১৬:১০
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপির তিন নেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (৪ আগস্ট) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন— উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কামাল সরদার (৪০)। তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। একই ইউনিয়নের মিরাপুর গ্রামের এরশাদ আলী (৫২)। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি। একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফারুক সরদার (৩৮)।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন ফাহিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ভবানীপুর এলাকায় অভিযান চালান। অভিযানকালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন। পরে রাত ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় সোপর্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হার্টের রিংয়ের দাম ৮৮ হাজার টাকা পর্যন্ত কমলো
ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে ফসলি জমি
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করল প্রশাসন
কেন চট্টগ্রাম গিয়েছিলেন সাবেক সেনাপ্রধান হারুন? যা জানা গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা