সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) সকালে ভোমরা সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আলমগীরের ভাগনে বেলাল হোসাইন জানান, সীমান্ত এলাকায় তার মামার একটি মৎস্যঘের আছে। সোমবার ভোরে ঘেরে খাবার দিতে যান আলমগীর। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলমগীরের ঘাড়, চোখ ও মাথায় ছররা গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক এবিএম আক্তার মারুফ বলেন, আলমগীরের শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন জানান, তিনি আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।
(ঢাকা টাইমস/০৪আগস্ট/এসএ)

মন্তব্য করুন