মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১০:০১
অ- অ+

পবিত্র নগরী মদিনাকে ‘স্বাস্থ্যকর শহরহিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম শহর এবং মসজিদে নববীর আবাসস্থল এই শহরটি ডব্লিউএইচও-এর নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করেছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।

অনুষ্ঠানে যুবরাজ সালমান বলেন, “মদিনার এই স্বীকৃতি দেশের নাগরিকদের জীবনমান উন্নয়নে নেতৃত্বের প্রতিশ্রুতি ও প্রচেষ্টারই ফল। এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০বাস্তবায়নের অন্যতম উদাহরণ।

তিনি আরও বলেন, মদিনার চলমান রূপান্তর আজ একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ‘শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল-এ পরিণত হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ডব্লিউএইচও-এর স্বীকৃতি পাওয়ার জন্য কোনো শহরকে অবশ্যই নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছেজনস্বাস্থ্যের জন্য উন্মুক্ত পার্ক, হাঁটার উপযোগী স্থান, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবামূলক অবকাঠামো।

ডব্লিউএইচও এর আগেও সৌদি আরবের অন্তত ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর শহরহিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে: তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

স্বাস্থ্যবান, সবুজ ও টেকসই নগরায়নের লক্ষ্যে মদিনার এ স্বীকৃতিকে সৌদি সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনা: সৌদি আরবে ফেরা হলো না তিন বন্ধুর
সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর লিপিসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ইসি নিবন্ধন: শুরুতেই ছিটকে পড়ার ঝুঁকিতে ৬৫ দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা