সরকার বরাদ্দ বিশেষ ট্রেন নিয়ে অসন্তোষ, রাজশাহীতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১২:২২
অ- অ+

ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক “জুলাই ঘোষণাপত্র” পাঠ অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী থেকে ঢাকামুখী বিশেষ ট্রেনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্র-জনতা। বরাদ্দ পাওয়া ট্রেনের বগি ও যাত্রা-সুবিধা পছন্দ না হওয়ায় মঙ্গলবার সকালে রাজশাহী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা জানান, সকাল ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি যাত্রার উপযোগী নয় এবং এটি ঢাকায় পৌঁছাতেও সময় বেশি লাগবে। তারা ভালো মানের ট্রেন ও বগির দাবিতে আন্দোলনে নামেন।

এ বিষয়ে স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, “ভালো মানের ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা চলছে।”

জানা গেছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীদের আনতে আট জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে সরকার। এসব ট্রেনের ভাড়া (প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বহন করবে।

রেল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে এসব ট্রেন ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে। কর্মসূচি শেষে রাত ৮টা-৯টার মধ্যে ট্রেনগুলো ফিরতি যাত্রা করবে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপের কামড়ে একজনের মৃত্যু
মির্জাপুরে ছাত্রলীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার
জামালপুরে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ৭
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিএনপির র‌্যালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা