বিকালে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ, রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৩:৪৭| আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৫:৪৭
অ- অ+

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার আগে বিকাল ৫টায় তিনি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির উদ্দেশে ভাষণটি রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। এটি দেশের সব নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হবে বলেও জানানো হয়।

এর আগে বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন ড. ইউনূস। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আয়োজনে অংশ নেবেন দেশের বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। বিশেষভাবে শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক বার্তায় সকল নাগরিককে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরবের হাত ধরে পথচলা শুরু ইভা চৌধুরীর
জাবির ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
ঝিনাইদহে সাপের কামড়ে একজনের মৃত্যু
মির্জাপুরে ছাত্রলীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা