কক্সবাজারে অবকাশ যাপনে গেছেন হাসনাত-সারজিস-নাসিরউদ্দিন ও জারা— বলছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৪:২৮| আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৫:৪০
অ- অ+

কক্সবাজারে অবকাশ যাপনে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্ববৃন্দ— এমন দাবি করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।

মঙ্গলবার দুপুরে তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।

কক্সবাজারের একটি হোটেলে (সী পার্ল) সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে মুশফিক উস সালেহীন বলেন, ‘দলের নেতারা কক্সবাজারে অবকাশ যাপনে গেছেন। কোনো গোপন মিটিংয়ের জন্য তারা সেখানে যাননি।’

একই দাবি দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীরও। তিনি বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি। এসব নিছক গুজব ও প্রোপাগান্ডা। আমরা কয়েকজন বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করেই দেখি এমন একটি ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে।’

এর আগে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায়, আজ সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এনসিপির একাধিক সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। খবরটিতে বলা হয়, বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা প্রমুখ।

তবে দলের আরেক সিনিয়র নেতা মুশফিক উস সালেহীন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘দলীয় নেতারা ছুটিতে কক্সবাজারে গেছেন। এখানে কোনো গোপন বৈঠক হচ্ছে না।’

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। গত বছর এই দিনে গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার অন্যতম অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন। আজ বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠিক এই সময়েই এনসিপি নেতাদের ‘গোপন বৈঠক’-এর খবর ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কী নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে?

এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব। সেখানে তিনি লিখেছেন— ‘এ মুহূর্তে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের (যা সি পার্ল বিচ রিসোর্ট হিসেবেও পরিচিত) একটা কক্ষে গোপন বৈঠকে বসেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী এবং তাসনিম জারা। তাদের এ গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ, সাবেক মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাসের সাথে। কোন ষড়যন্ত্রের জাল বুনছেন তারা? কক্সবাজারের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।’

পরবর্তীতে পোস্টটি আপডেট করে নাজমুস সাকিব লিখেছেন, এনসিপির এ কক্সবাজার যাত্রার ব্যাপারে জেলা পুলিশকে আগে থেকে অবহিত করা হয়নি। পুলিশের আইজিপি বাহারের স্ত্রী হেলেন নিজের মোবাইল থেকে কক্সবাজার জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশকে ফোন করে তাদের প্রটোকল নিশ্চিত করেন। তারা পিটার হাসকে অনুরোধ করছেন যেন তিনি ড. ইউনূসকে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করা থেকে বিরত রাখার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই সাংবাদিক ও বিএনপির অনেক নেতাকর্মীর হোটেলের আশপাশে ও এয়ারপোর্টে অবস্থানের তথ্য পেয়েছি।’

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করছেন প্রধান উপদেষ্টা
কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক প্রদান
গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা