জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করছেন প্রধান উপদেষ্টা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। উন্মুক্ত প্লাজায় বৃষ্টির মধ্যে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা জায়গায় পাতা চেয়ারে আসন নেন।
জাতীয় সঙ্গীত ও এক মিনিট নীরবতা পালন শেষে প্রদর্শিত হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র।
এরপর ৫টা ২০ মিনিটে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা।
এদিকে প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত হয়েছে দিনব্যাপী জুলাই জাগরণ অনুষ্ঠান। এই দুই অনুষ্ঠান ঘিরে লোক সমাগমে ভরপুর হয়ে উঠেছে দেশের সুপ্রশস্ত এভিনিউটি।
(ঢাকাটাইমস/৫আগস্ট/মোআ)

মন্তব্য করুন