সাংবাদিক নাজমুস সাকিবের পোস্ট
কক্সবাজারে পিটার হাসের সাথে হাসনাত ও সারজিসদের বিশেষ সাক্ষাৎ, কারণ কী?

ঢাকায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র প্রদানের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপেক্ষা করে হঠাৎ করেই কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা।
তারা হলেন— হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী এবং তাসনিম জারা। মূলত বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন যুক্তরাষ্ট্র পিটার হাসের সঙ্গে বৈঠক করবেন তারা।
মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে এই প্রবাসী সাংবাদিক জানিয়েছেন, ‘এ মুহূর্তে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের (যেটি সি পার্ল বিচ রিসোর্ট হিসেবেও পরিচিত) একটা কক্ষে গোপন বৈঠকে বসেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী এবং তাসনিম জারা। তাদের এ গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ, সাবেক মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাসের সাথে। কোন ষড়যন্ত্রের জাল বুনছেন তারা? কক্সবাজারের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।’
পরবর্তীতে পোস্টটি আপডেট করে তিনি লিখেছেন, ‘তাদের এ কক্সবাজার যাত্রার ব্যাপারে জেলা পুলিশকে আগে থেকে অবহিত করা হয়নি। পুলিশের আইজি বাহারের স্ত্রী হেলেন নিজের মোবাইল থেকে কক্সবাজার জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশকে ফোন করে তাদের প্রটোকল নিশ্চিত করেন। তারা পিটার হাসকে অনুরোধ করছেন যেন তিনি ড. ইউনূসকে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করা থেকে বিরত রাখার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই সাংবাদিক ও বিএনপির অনেক নেতাকর্মীর হোটেলের আশপাশে ও এয়ারপোর্টে অবস্থানের তথ্য পেয়েছি।’
(ঢাকাটাইমস/৫আগস্ট/এসএস)

মন্তব্য করুন