তাড়াশে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামে এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মাগুড়া বিনোদ ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মাসুদ রানা পরিবারের বরাতে জানান, কিশোরী হামিদ খাতুন শারীরিক প্রতিবন্ধী। তিনি সকালে বাড়ির পাশে ছাগল দিতে গিয়ে ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে না পেয়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখেন। এ সময় কিশোরী হামিদা খাতুনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)

মন্তব্য করুন