তারেক রহমানের শক্তহাতে বিএনপি টিকে আছে: জয়নুল আবদিন 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৩:৫৩| আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৫:০১
অ- অ+

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সারা বাংলাদেশে যারা বিএনপির ওপর নির্যাতন, অত্যাচার করেছে, বিএনপিকে নির্মূল করে দিয়েছেন, বিএনপির নেতাকর্মীদের নিঃশেষ করে দিয়েছেন, যারা এখন পরিবার নিয়ে স্বাভাবিক জীবন ধারণ করতে পারে না। আজকে তাদের সামনে ওই শয়তানেরা, গণতন্ত্র হত্যাকারীরা, মামলা দেওয়া লোকগুলো যদি মিছিল করে তারা কী সেটা মেনে নিতে পারে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোন প্রকার মব সৃষ্টি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাইতো তারেক রহমানের শক্তহাতে বিএনপি টিকে আছে।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ মিছিল পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশ্যে ফারুক বলেন, আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহান করবেন না। আজ ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ নির্বাচন যতোই বিলম্বিত হচ্ছে ততোই ওই অপশক্তি মাথাচারা দিয়ে উঠছে। কারণ তাদের কাছে টাকা আছে। তাই এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয় তাহলে নির্বাচন দিতে হবে। আর আপনারও হাসিনার বিচার করেন তাতে কারও কোনো আপত্তি নেই। প্রতিটি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে।

তিনি বলেন, যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে তাহলে এসব স্বৈরাচারদের মোকাবেলা করবেন কিভাবে। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এদেশে নির্বাচন কখনও হবে না। বিএনপি ধৈর্য্যরে দল।

সেনবাগ উপজেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু প্রমুখ।

(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিক মিয়া এভিনিউতে ‘পালানোর স্মরণে’ বেলুন উড়াতে গিয়ে আগুন, দগ্ধ ১০
নিরবের হাত ধরে পথচলা শুরু ইভা চৌধুরীর
জাবির ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
ঝিনাইদহে সাপের কামড়ে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা