শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর অভিঘাতকে আরও তীব্র করে তোলে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত এক বছর ধরেই ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটছে। গত জুন মাসেও ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারো একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।
(ঢাকাটাইমস/৫ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন