জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় (মঙ্গলবার) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। আগামীকাল বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম শুরু হবে।
(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)

মন্তব্য করুন