জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৩:৩৪
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় (মঙ্গলবার) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। আগামীকাল বুধবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিযে দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিক মিয়া এভিনিউতে ‘পালানোর স্মরণে’ বেলুন উড়াতে গিয়ে আগুন, দগ্ধ ১০
নিরবের হাত ধরে পথচলা শুরু ইভা চৌধুরীর
জাবির ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
ঝিনাইদহে সাপের কামড়ে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা