মানিক মিয়া এভিনিউতে ‘পালানোর স্মরণে’ বেলুন উড়াতে গিয়ে আগুন, দগ্ধ ১০

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’ আয়োজনে হেলিকপ্টার সাদৃশ্য বেলুন উড়ানোর সময় আগুন লেগে দশজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
বার্ন ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, দগ্ধরা শঙ্কামুক্ত। মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে দগ্ধ হয়ে তারা জাতীয় বার্নে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন। তবে তাদের সবার সামান্য দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
আয়োজকদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রতীকী মুহূর্তকে স্মরণ করতেই হেলিকপ্টার সাদৃশ্য একটি বেলুন উড়ানো হচ্ছিল। হঠাৎ করে বেলুনটিতে আগুন ধরে যায়। এতে আশপাশে থাকা অন্তত দশজন দগ্ধ হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘বেলুন থেকে আগুন লাগার খবর আমরা পেয়েছি। তবে গ্যাসবেলুনের আগুন মুহূর্তেই নিভে যায়। আমাদের পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ায় সেখানে নেভানোর কোনো কাজ হয়নি।’
আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি দেশত্যাগ করেন।
এই ঘটনাকে স্মরণ করে ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবেই ওই প্রতীকী বেলুন উড়ানো হচ্ছিল বলে আয়োজকরা জানান।
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন— মাজহারুল ইসলাম, মো. বিল্লাল, ফাহাদ, মনসুর ইসলাম, শরিফ, পলাশ, হাবিবুল্লাহ, মো. ইয়াসিন, মিশু এবং মিহাত।

মন্তব্য করুন