সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৭:৪৫
অ- অ+

প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সাজাপ্রাপ্ত আসামি চৌধুরী সেলিম উদ্দিন দুলুকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি।

ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকার একজন ব্যবসায়ীর প্রায় দুইকোটি টাকা আত্মসাৎ করেন চট্টগ্রামের ব্যবসায়ী সেলিম উদ্দিন। এই অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ী আদালতে একটি মামলা করেন; যা তদন্তের দায়িত্ব পায় যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। গত ৮ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২০ এর বিচারক দিলরুবা আপরোজ তিথি ব্যবসায়ী সেলিমকে এক বছরের সাজা প্রদান করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন না ওই ব্যবসায়ী। সাজা ঘোষণার পর সেলিম দেশের বিভিন্ন জায়গায় আত্মেগোপনে ছিলেন।

এদিকে আদালত ব্যবসায়ী সেলিম উদ্দিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। যা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচমাইল থানায় পাঠানো হয়। পরবর্তীতে থানা পুলিশ জানতে পারে ব্যবসায়ী সেলিম উদ্দিন ঢাকার রমনা এলাকায় অবস্থান করছে। পরে তাকে গ্রেপ্তারে ডিবিপুলিশের সহায়তা চাই পাঁচমাইল থানা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আজ বনানীতে অভিযান চালিয়ে সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উদ্বেগের বিষয় পলাতক ফ্যাসিস্টদের এখনো অনুশোচনা নেই: রিজভী
জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
ফাঁস হয়েছে অডিও/ তাপসকে বিমানবন্দরে আটকা দেয় ইমিগ্রেশন, ফোনে সহায়তা চেয়েছিলেন শেখ হাসিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা