গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৬:২২| আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৭:০১
অ- অ+

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিল ও সমাবেশে করেছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করে দলগুলো।

জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে গণমিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামী জেলা আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামের শুরা সদস্য মাওলানা মোবারক হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মাদ জুনায়েদ হাসান ও আব্দুল বাতেন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রোকন উদ্দন, আইসিটি ও শিক্ষা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি প্রমুখ।

জেলা জামায়াতে ইসলামের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মোবারক হোসেন বলেন,ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায় হয়েছে। গত ১৬ বছর কথা বলার কোনো অধিকার ছিল না। কথা বললেই হত্যা করতে দ্বিধা করেনি শেখ হাসিনার সরকার। দেশে এমন অবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা যে পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে গেলে রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দিয়েছিল শেখ হাসিনা।

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই দেশ থেকে স্বৈরাচারদের বিদায় হয়েছে বলে মন্তব্য করে মোবারক হোসেন বলেন, আমরা দেখেছি হাসিনা চলে গেলেও তার দোসর ও প্রেতাত্মারা এখনো ক্ষমতায় বসে আছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হেফাজত ইসলামের সভাপতি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুবারক উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আলী আজমের নেতৃত্বে শহরের টিএ রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল ও সমাবেশ হয়।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীমের নেতৃত্বে শহরের টিএ রোড থেকে প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান।

(ঢাকাটাইমস/৫আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
ফাঁস হয়েছে অডিও/ তাপসকে বিমানবন্দরে আটকা দেয় ইমিগ্রেশন, ফোনে সহায়তা চেয়েছিলেন শেখ হাসিনার
`জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আয়োজনে' জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা