আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৯:১৭
অ- অ+

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় রাজধানীর মতিঝিল ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম। সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এস এম জহরুল ইসলাম বলেন, ‘জুলাই-যোদ্ধারা যে বিভীষিকাময় ঘটনার মধ্য দিয়ে জীবনবাজি রেখে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তা জাতির জন্য এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছে। তাদের চেতনা, মানবিকতা, দেশাত্মবোধ সত্যি আমাদেরকে অব্যাহতভাবে অনন্তকাল প্রেরণা যোগাবে।’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে জুলাই-যোদ্ধা শিক্ষার্থী, প্রতিষ্ঠানের শিক্ষক ও অতিথিদের বক্তব্য এবং সর্বোপরি আন্দোলনে আহত-নিহত যোদ্ধাদের অবদানের স্বীকৃতি ঘোষণা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সেনা কর্মকর্তা আসাদুল ইসলামের শত কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৯
ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 
দায়িত্বশীলতা-শৃঙ্খলার দৃষ্টান্ত: ছাত্রদল নেতা বাসেতকে অভিনন্দন জানালেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা