যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইফুল আলম ডেনি (৪২)-কে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
সোমবাত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌকস একটি টিম অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএম/এসএ)

মন্তব্য করুন