দায়িত্বশীলতা-শৃঙ্খলার দৃষ্টান্ত: ছাত্রদল নেতা বাসেতকে অভিনন্দন জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ২১:২৬
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত ছাত্রদলের সমাবেশে দায়িত্বশীলতা ও শৃঙ্খলার পরিচয় দেওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে একটি চিঠির মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।

চিঠিতে বলা হয়, 'গত ৩ আগস্ট অনুষ্ঠিত ছাত্র সমাবেশ অত্যন্ত সফল ও স্বার্থকভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্যের পেছনে আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা এবং শৃঙ্খলাবোধের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আপনার প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন।'

চিঠিতে আরও উল্লেখ করা হয়, 'আপনার আগামীর পথচলা আরও বেশি সাফল্যমণ্ডিত হোক—এ কামনা করি।'

জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, 'বাসেত ছাড়াও সমাবেশ সফল করতে যারা কাজ করেছেন—তাদের মধ্যে ২৫৮ জন কেন্দ্রীয় নেতা এবং মেট্রোপলিটন ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদেরও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক ছাত্রদল কর্মী অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ায় ছাত্রদল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপা আর আসবে না, কাকা আর হাসবে না: এসপি সানতু 
পদ্মার তীব্র স্রোতে ধসে পড়েছে জেটি, ঝুঁকিতে আরেকটি
দেশে স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার বিএনপির: আমিনুল হক 
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা