নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ২০:২২
অ- অ+

নির্বাচন নিয়ে কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার বিকালে চাটখিল কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ মিছিল পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন অপরিহার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি, একটি মহল নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়। আমরা বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। কিন্তু যদি কোনো গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেকোনো পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

অনুষ্ঠানে চাটখিল উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনআকাঙ্খা পূরণে সরকার ব্যর্থ: কাদের গনি চৌধুরী
যা ছিল প্রধান উপদেষ্টার ভাষণে
সাবেক সেনা কর্মকর্তা আসাদুল ইসলামের শত কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা