ছাত্র–জনতার বীরত্বে রাহুমুক্ত বাংলাদেশের এক বছর পূর্তি: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ছাত্র–জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আজ রাহুমুক্ত বাংলাদেশের এক বছর পূর্ণ হলো। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক অনন্য মাইলফলক।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের নিপীড়ন, দুঃশাসন ও ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের অবসান ঘটে গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই দিনটি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার দিনটিকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।’
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে সেদিন লাখো জনতা রাস্তায় নেমে আসে। তাঁর বিখ্যাত উক্তি— ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ।’ আন্দোলনের প্রাণশক্তিতে পরিণত হয়। ছাত্র–জনতার বীরত্বপূর্ণ প্রতিরোধই ছিল রাহুমুক্তির ভিত্তি।’
মঙ্গলবার বিকালে বালাগঞ্জ বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ছাত্র–জনতার গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছর পরও পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট চক্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অনুশোচনার লেশমাত্রও তাদের মধ্যে নেই। তবে জনগণ অতীতের সেই দুঃসহ সময় আর ফিরে দেখতে চায় না। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।’
তিনি বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ঘটে যাওয়া ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিএনপি ছিল সবচেয়ে সংগঠিত ও অগ্রণী শক্তি। এ বিপ্লব নিপীড়িত জনতার বিজয় ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে।’
বিজয় র্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফুর রহমান চেয়ারম্যান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান। সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ব্যারিস্টার রিয়াসদ আজিম হক আদনান, মাহবুব আলম, শাহীন আলম জয়, শাহ জুনাব আলী, আব্দুল মুকিত শরীফ, তোফায়েল আহমদ সুহেল, মাওলানা মো. মনির হোসেন, তোফায়েল আহমেদ ঝুনু, সাইফুল ইসলাম সেফুল, আফজাল মেম্বার, নজরুল ইসলাম (মকদ্দুছ), মুহিব চৌধুরী মুজিব, এমন চৌধুরী, ফয়জুল হক মেম্বার, সাবুল আহমেদ, জাহাঙ্গীর আলম, মনসুর আহমেদ মেম্বার। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
(ঢাকা টাইমস/০৫আগস্ট/জেবি/এসএ)

মন্তব্য করুন