ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন মৃগী কলেজপাড়া এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রেজাউল বিশ্বাস (৪০) ও মো. মাতুল শেখ (২৫)।
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।
তিনি জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতোয়ালী থানার মৃগী কলেজপাড়া এলাকা থেকে মাদকসহ রেজাউল ও মাতুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, অভিযানে রেজাউলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং মাতুলের কাছ থেকে ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএম/এসএ)

মন্তব্য করুন