ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ২১:৩৬
অ- অ+

ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন মৃগী কলেজপাড়া এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রেজাউল বিশ্বাস (৪০) ও মো. মাতুল শেখ (২৫)।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

তিনি জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতোয়ালী থানার মৃগী কলেজপাড়া এলাকা থেকে মাদকসহ রেজাউল ও মাতুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে রেজাউলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং মাতুলের কাছ থেকে ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপা আর আসবে না, কাকা আর হাসবে না: এসপি সানতু 
পদ্মার তীব্র স্রোতে ধসে পড়েছে জেটি, ঝুঁকিতে আরেকটি
দেশে স্বচ্ছ ও প্রতিহিংসামুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার বিএনপির: আমিনুল হক 
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা