জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‍্যালি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪৪
অ- অ+

'৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের' বর্ষপূর্তি উপলক্ষে ফতেহ গণভবন সাইকেল র‍্যালি শিরোনামে এক শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে গণভবন পর্যন্ত এই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে ঢাবি শিবিরের বর্তমান ও সাবেক নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের প্রতিনিধিসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও শান্তিপূর্ণ স্লোগানের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দফতর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাদিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। এছাড়া ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও হোসাইন আহমাদ জোবায়েরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সাইকেল র‍্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনের দিকে অগ্রসর হয় এবং পরে পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে র‍্যালির একটি ছবি পোস্ট করে লিখেন, ফতহে গণভবনের শুভেচ্ছা।

(ঢাকাটাইমস/৫আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যা ছিল প্রধান উপদেষ্টার ভাষণে
সাবেক সেনা কর্মকর্তা আসাদুল ইসলামের শত কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৯
ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা