গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১৭:১৪
অ- অ+

রাজধানীর গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আবব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

শনিবার গভীর রাতে গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়ি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার? (মিডিয়া মুহাম্মদ) তালেবুর রহমান।

গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা হতে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ ওই সড়কে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টা ১০ ঘটিকার সময় একটি প্রাইভেটকার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। এসময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। পরবর্তীতে জিপগাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা এবং সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ উক্ত গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেফতার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ
কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা