ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর পল্লবী এলাকায় স্থানীয় জনতার তোপের মুখে পড়লে পল্লবী থানা পুলিশের সদস্যরা তাকে হেফাজতে নেয়। ফরিদপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের হত্যা মামলা থাকায় পরবর্তীতে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরে পাঠানো হয়।
শনিবার সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, গত ২০২৪ সালের ১০ই অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার প্রধান আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান বলেন, গতকাল সন্ধ্যার দিকে জনগণ গোলাম নাসিরকে ধরে পল্লবী থানায় হস্তান্তর করে। রাতেই ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে সকালে ফরিদপুরে নিয়ে আসে। তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাসিরকে একটি গাড়ির ভিতর বসিয়ে মারধর করা হচ্ছে। আর এই ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, গোলাম মো. নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার অভিযোগসহ ফরিদপুর কোতয়ালী থানায় গত ৫ আগষ্ট পরবর্তীতে বেশ কয়েকটি মামলা হয়েছে। তিনি গত ৫ আগষ্টের পর থেকেই পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল করা হয়।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এলএম)

মন্তব্য করুন