তিস্তার পানি বিপৎসীমার ওপরে, চার জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ০৯:০২| আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১২:০২
অ- অ+

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৫ মিটার, যা বিপৎসীমার ওপরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়ায় পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীরগতিতে বাড়ছে।

তবে ভারতের উজানে পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় পানির স্তর কিছুটা কমেছে। দোমোহনীতে সকাল ৯টায় পানি ছিল ৮৫ দশমিক ৫৯ মিটার, যা রাত ৮টায় নেমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫২ মিটারে। একই সময়ে গজলডোবা ব্যারাজে পানি কমেছে ৫ সেন্টিমিটার।

উজানে পানির এই প্রবণতা থাকলেও রাত ১২টা পর্যন্ত তিস্তায় পানি সামান্য বাড়তে পারে, এরপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যা নদীর পানি পুনরায় বৃদ্ধি করে বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, “পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখনই বড় ধরনের বন্যার শঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উজানের পানি প্রবাহ ও আবহাওয়ার গতি-প্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি।

(ঢাকাটাইমস/৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য চালু করল মাল্টিপল এন্ট্রি ভিসা
নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে: সিইসি
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা