ঢাবির ১৮ হলে কমিটি ঘোষণা ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৫, ১৮:১৯| আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৮:৪১
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত থাকলেও ছাত্রদল সেখানে ১৮টি হলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে মোট ৫৯৩ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

শুক্রবার ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এসব কমিটি প্রকাশ করা হয়। প্রতিটি হলে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সদস্যসচিবসহ একাধিক সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।

ঘোষিত কমিটিসমূহ:

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল৫১ সদস্য

আহ্বায়ক: মো. জাহিদুল ইসলাম

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: রিজভী আলম

সদস্যসচিব: জোবায়ের হোসেন

কবি জসীমউদ্দীন হল৪৩ সদস্য

আহ্বায়ক: শেখ তানভীর বারী হামিম

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: আব্দুল ওহেদ

সদস্যসচিব: মেহেদী হাসান

মাস্টারদা সূর্যসেন হল৪৭ সদস্য

আহ্বায়ক: মনোয়ার হোসেন প্রান্ত

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: লিয়ন মোল্যা

সদস্যসচিব: মো. আবিদুর রহমান মিশু

বিজয় একাত্তর হল৫৪ সদস্য

আহ্বায়ক: তানভীর আল হাদী মায়েদ

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: সুলতান মো. সাদমান সিদ্দিক

সদস্যসচিব: সাকিব বিশ্বাস

শেখ মুজিবুর রহমান হল৫৪ সদস্য

আহ্বায়ক: সাঈফ আল ইসলাম দীপ

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: রিনভী মোশাররফ

সদস্যসচিব: মো. সিহাব হোসেন (শাহেদ)

হাজী মুহম্মদ মুহসিন হল৬১ সদস্য

আহ্বায়ক: আবু জার গিফারী ইফাত

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: মো. তানভীর আহমেদ জিয়াম

সদস্যসচিব: মনসুর আহমেদ রাফি

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল৫৬ সদস্য

আহ্বায়ক: হাসিবুর রহমান আসিফ

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: সামসুল হক আনান

সদস্যসচিব: শাহরিয়ার লিয়ন

সলিমুল্লাহ মুসলিম হল১৮ সদস্য

আহ্বায়ক: তাওহিদুল ইসলাম (তাইমুন)

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: সাকিব হোসেন

সদস্যসচিব: সৈয়দ ইয়ানাথ ইসলাম

স্যার এফ রহমান হল৩৯ সদস্য

আহ্বায়ক: ফেরদৌস সিদ্দিক সায়মন

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: মো. মেহেদী হাসান মুন্না

সদস্যসচিব: মো. মাহদীজ্জামান জ্যোতি

জগন্নাথ হল৩৪ সদস্য

আহ্বায়ক: মধুসূদন কুন্ডু হৃষীকেশ

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: নিত্যানন্দ পাল

সদস্যসচিব: প্রসেনজিৎ বিশ্বাস

. মুহম্মদ শহীদুল্লাহ হল৪৮ সদস্য

আহ্বায়ক: মোসাদ্দেক আল হক শান্ত

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: রাকিবুল হাসান সৌরভ

সদস্যসচিব: মো. জুনায়েদ আবরার

ফজলুল হক মুসলিম হল৩৬ সদস্য

আহ্বায়ক: মো. আবিদ হাসনাত

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত

সদস্যসচিব: মো. মেহেদী হাসান রুমী

অমর একুশে হল২৫ সদস্য

আহ্বায়ক: মো. আসাদুল হক আসাদ

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: মো. শাহনোমান জিওন

সদস্যসচিব: আব্দুল হামিদ

রোকেয়া হল সদস্য

আহ্বায়ক: মোসাঃ শ্রাবণী আক্তার

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: শ্রাবন্তী হাসান বন্যা

সদস্যসচিব: আনিকা বিনতে আশরাফ

শামসুন নাহার হল সদস্য

আহ্বায়ক: তায়েবা হাসান বিথী

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: নিতু রানী সাহা

সদস্যসচিব: রাবেয়া খানম জেরিন

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সদস্য

আহ্বায়ক: মালিহা বিনতে খান (অবন্তী)

সদস্যসচিব: জান্নাতুল ফেরদৌস ইতি

(ঢাকাটাইমস/৮আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫৯
সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের
আদাবরে বাসে আগুন দেবার চেষ্টা করছিল যুবক, অতঃপর...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা