এসআইদের
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সাব-ইন্সপেক্টরদের (এসআই) পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার নিজেই।
ব্রিফিংয়ে এসআইদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। পুলিশের সুনাম বা দুর্নাম—সবই আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে কমিশনার বলেন, ‘তদন্ত জটিল হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এর মানোন্নয়নে আরও মনোযোগ দিতে হবে।’ ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ছিনতাই বেড়ে গেলে মানুষ অনিরাপদ বোধ করে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং সে জন্য প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ‘আগামী নির্বাচন নিরপেক্ষতা প্রমাণের বড় সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে হবে।’ মামলার তদন্ত সময়মতো শেষ করা এবং ওয়ারেন্ট তামিলে তৎপর হওয়ার নির্দেশও দেন তিনি।
ডিএমপির মোট ২ হাজার ৩৪৪ জন এসআইয়ের মধ্যে দ্বিতীয় ধাপে ৪৪৪ জন এ ব্রিফিংয়ে অংশ নেন। পর্যায়ক্রমে সব এসআইকে এ ধরনের ব্রিফিং দেওয়া হবে বলে জানান কমিশনার।

মন্তব্য করুন