জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিও শিক্ষকদের মহাসমাবেশ ও পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১০:২৫| আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৭
অ- অ+

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর ব্যানারে এ সমাবেশে অংশগ্রহণ করেছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ চলবে। এরপর শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন।

জোটের নেতারা জানান, সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগ থেকে ৮ জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা পর্যায়ে আর জেলা সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করেছেন। সমাবেশে নির্বিঘ্নে শিক্ষকরা আসা-যাওয়া করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হয়েছে।

কোনো কোনো উপজেলার জন্য একাধিক বাসও রিজার্ভ করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয়করণ, বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে আসছেন। তাদের অভিযোগ, বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। জাতীয় প্রেসক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করেও দাবি আদায় হয়নি।

এবার তারা দেশের ৬৪ জেলার শিক্ষক নিয়ে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে এবং সকল দাবি আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এলেন হিরো আলম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল ব্লকেড, ঢাকার সঙ্গে ১৬ জেলার যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা