ঘুষ না পেয়ে

ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বরখাস্ত সিএমপির দুই পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ২২:৪৫| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২২:৪৮
অ- অ+

চট্টগ্রামে ঘুষ না পেয়ে এক ব্যক্তিকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুইজন হলেন উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন এবং কনস্টেবল মো. আজাদ।

মঙ্গলবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ থেকে তাদের বরখাস্ত করা হয়। এর আগে অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়।

আদালত সূত্রে জানা যায়, ডবলমুরিং থানার বাসিন্দা সাবিনা আক্তার সোমবার মামলা করে অভিযোগ করেন, গত ২২ জুলাই তার ভাই জাকির হোসেনকে কদমতলী মোড় থেকে তুলে নিয়ে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়, যাতে মামলায় ৩ হাজার ইয়াবার বদলে ৪০০ পিস দেখানো হবে। দুই লাখ টাকা দিলে মামলাও হবে না বলে জানানো হয়। টাকা না দেওয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মামলা দিয়ে জাকিরকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।

আদালত মামলা গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে। সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক জানান, আদালতের মামলা ও অভিযোগের প্রেক্ষিতে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের দাবি, জাকির হোসেন ২০১৯ সালে সদরঘাট থানায় দায়ের হওয়া আরেকটি মাদক মামলার আসামি ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআই ট্যাক্সের টাকায় চলে, অথচ জবাবদিহিতা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেষ হলো বিডিঅ্যাপস ইনোভেশন সামিট: চ্যাম্পিয়ন ডা. চাষী, রানারআপ চিঠি ডট মি
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেপ্তার
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা