জাতীয় পার্টির মাধ্যমে আ.লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে।
প্রশাসন সম্পর্কে বলেন, অভ্যুত্থানের এক বছরেও প্রশাসনের চরিত্র পরিবর্তন হয়নি। আসন্ন নির্বাচনের আগে প্রশাসনের সংস্কার এবং তাদের নিরপেক্ষ ভূমিকায় দেখতে চাই। একইসঙ্গে হাসিনার আমলের বিগত নির্বাচনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অন্তর্বর্তী সরকারের এক বছর হয়ে গেছে, গত এক বছরে সরকার কী কী করেছে এটি প্রকাশ করতে হবে। পরে সরকারে কী কী পরিকল্পনা রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে।
হাসনাত আবদুল্লাহ দেশের মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পৃথিবীতে আর কোনো দেশে এই ধরনের মিডিয়া আছে কি না, সেটা প্রশ্নবিদ্ধ। যেখানে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই নিউজ লিখে পাঠায় এবং মিডিয়া তা প্রকাশ করে। তিনি বলেন, মিডিয়ায় রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি নগ্নভাবে হস্তক্ষেপ করে। এজেন্সি ছবি তুলে পাঠায়, সেটা মিডিয়া প্রকাশ করে। ফলে মিডিয়া এখন জনগণের কণ্ঠস্বর না হয়ে বিভিন্ন এজেন্সির মুখপত্র হিসেবে কাজ করছে।

মন্তব্য করুন