রাঙামাটির ভূষণছড়ায় বিজিবির অনুদান ও সামগ্রী বিতরণ

রাঙামাটির ভূষণছড়ায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্রীড়া ও চিকিৎসা সহায়তার জন্য জেনারেটর, সোলার প্যানেল, টিন, সিমেন্ট এবং আর্থিক অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
বুধবার সকালে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুর রহমান নিয়াজ ভূষণছড়া আইডিয়াল কলেজে জেনারেটর, ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোলার প্যানেল এবং আমতলা তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও হেফজ খানায় টিন ও সিমেন্ট তুলে দেন।
এছাড়া স্থানীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী ও বই, দরিদ্র পরিবারের চিকিৎসা সহায়তা, মসজিদ ও কবরস্থানের উন্নয়ন এবং বাজার জামে মসজিদের রং করার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, সৈনিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন