আহমেদীয়া ফাইন্যান্স

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ৫০ কোটি টাকার ভবন ক্রোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১১:৫৯| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৩:৫১
অ- অ+

গ্রাহকের আমানত আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের মালিকানাধীন একটি বাণিজ্যিক ভবন ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কাফরুল থানার ইব্রাহিম মৌজায় অবস্থিত ১০তলা ‘ইউরো স্টার টাওয়ার’ নামের ভবনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

সিআইডির ভাষ্য, ২০০৫ সালে আহমেদীয়া বহুমুখী সমবায় সমিতি নামে নিবন্ধন নেওয়ার পর মনির আহমেদ ২০০৬ সালে এর নাম পরিবর্তন করে বর্তমান নাম দেন। সমিতির উদ্দেশ্য ছিল সদস্যদের সঞ্চয় ও শেয়ার আমানত সংগ্রহ করে ঋণ প্রদান এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন করা। শুরুতে সদস্য সংখ্যা ছিল ২০ জন, ২০১৮ সালে তা দাঁড়ায় ২১ জনে।

কিন্তু নিয়ম অনুযায়ী শুধু সদস্যদের মধ্যে লেনদেন করার কথা থাকলেও মনির আহমেদ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিরপুর, ক্যান্টনমেন্ট, বনানী, মহাখালী ও কাফরুলসহ আশপাশের এলাকার প্রায় এক হাজার মানুষের কাছ থেকে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন। এতে প্রায় ৫৮ কোটি ৩৪ লাখ টাকা সংগ্রহ হয়, যা গ্রাহকদের ফেরত দেওয়া হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংগৃহীত অর্থ দিয়ে মনির আহমেদ নিজের নামে বিপুল স্থাবর সম্পত্তি কিনেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ নভেম্বর কাফরুল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী মামলা হয়।

তদন্ত চলাকালে সিআইডি ভবনটির সন্ধান পেয়ে আদালতে ক্রোকের আবেদন জানায়। পরে গত ১৬ জুলাই মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ভবনটি ক্রোকের আদেশ দেন। সিআইডি বলছে, মামলাটি নিবিড় তদন্তের মাধ্যমে পুরো ঘটনা উদঘাটনে কাজ চলছে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির
শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আদালতে জেড আই পান্নার আবেদন, কিন্তু...
আয়কর রিটার্ন জমা না দিলে বিচ্ছিন্ন হতে পারে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
সাংবাদিক তুহিন হত্যার আরেক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা