পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি, রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে জেগে ওঠা চরগুলো ডুবে গেছে এবং চরবাসীরা গবাদি পশু ও মালপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৩৯ মিটার। বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার হওয়ায় তা থেকে মাত্র ০ দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ০ দশমিক ১৭ মিটার।
পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ পরিদর্শন কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যবসায়ীদেরও এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো সূত্রে জানা গেছে, রোববার (১০ আগস্ট) সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৩ মিটার, যা সন্ধ্যায় বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ২২ মিটার। সোমবার সকালে তা হয় ১৭ দশমিক ৩২ মিটার এবং সন্ধ্যায় ১৭ দশমিক ৩৯ মিটার।
প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী, ২৪ জুলাই পদ্মায় পানি বাড়া শুরু হয়। সেদিন পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৫ মিটার। এরপর কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে ফের পানি বৃদ্ধি শুরু হয় এবং তা এখনো অব্যাহত রয়েছে।
পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল ও চর এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। ফলে চরবাসীরা গবাদি পশু ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন