বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট বিনিময় স্বাক্ষর

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই স্বাক্ষর অনুষ্ঠানের প্রত্যক্ষ দর্শক ছিলেন।
প্রথম নোট বিনিময় স্বাক্ষরিত হয় উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো' সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল স্বাক্ষর করেন।
দ্বিতীয় নোট বিনিময় কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে হয়, যেখানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রথম এমওইউ স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে। এতে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো' সেরি মোহাম্মদ খালিদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।
দ্বিতীয় এমওইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো ও পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবীর খান এ চুক্তিতে স্বাক্ষর করেন।
তৃতীয় নোট বিনিময় স্বাক্ষরিত হয় হালাল ইকোসিস্টেমে সহযোগিতার জন্য। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এতে স্বাক্ষর করেন।
তৃতীয় এমওইউ মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে স্বাক্ষরিত হয়। আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক প্রফেসর ড. মোহদ ফয়জ আবদুল্লাহ ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান স্বাক্ষর করেন।
চতুর্থ এমওইউ মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস এসডিএন. বিএইচডি. (এমএসএসবি) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর মধ্যে স্বাক্ষরিত হয়। এমএসএসবির সিইও মোহাম্মদ ফওজি ইয়াহায়া ও বিএমসিসিআইয়ের শাব্বির আহমেদ খান স্বাক্ষর করেন।
পঞ্চম এমওইউ মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে স্বাক্ষরিত হয়। এনসিসিআইএম-এর সভাপতি দাতো’ সেরি এন. গোবালাকৃষ্ণান ও এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান স্বাক্ষর করেন।
(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন