‘দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা’—স্বামীর বিরুদ্ধে মামলা অভিনেত্রী সানাই মাহবুবের

আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব তার স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুক দাবি ও দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করার অভিযোগে আদালতে মামলা করেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এর আদালতে এ মামলা দায়ের করা হয়।
সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা সংবাদমাধ্যমে মামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সানাই মাহবুব। টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। আদালত তার জবানবন্দি নিয়ে আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ২৭ মে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবার থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেয়া হয়। যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে বলে বাদীকে তার পরিবার থেকে টানা এনে দেয়ার জন্য বলা হয়। বাদী তার নিজের জমানো ১২ লাখ টাকা এবং বাবার কাছ থেকে ৭ লাখসহ মোট ১৯ লাখ টাকা এনে দেন। কিন্তু বাদীর স্বামী আবূ সালেহ মূসা এই টাকা নষ্ট করেন।
এরপর ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য বাদীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন আবূ সালেহ মূসা। তিনি আবার স্ত্রী সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু এই টাকা দিতে অসম্মতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় আসামি। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের করে দেন। দাবি করা হয়, ২২ লাখ টাকা না দিলে সংসার করবেন না। মোটা অঙ্কের টাকা নিয়ে অন্য কাউকে বিয়ে করার হুমকি দেন।
এ ব্যাপারে সানাই মাহবুবের পরিবার আবূ সালেহ মূসাকে বোঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার অনুরোধ জানায়। গত ১২ মে তিনি সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। সেখানে কথাবার্তার একপর্যায় ফের ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান তিনি। অন্য জায়গায় বিয়ে করারও হুমকি দেন।
এরপর আবূ সালেহ মূসার সঙ্গে যৌতুকবিহীন সংসার করার জন্য সানাই মাহবুব একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন